Wednesday, April 25, 2012

Banglalion Modem চালান Linux এ ( Ubuntu 11.04/11.10 )


যারা Ubuntu 11.04/11.10 Banglalion Modem চালাতে চান তারা প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন এখান থেকে ( blion-wimax-0.0.2.deb )
** যারা Banglalion এর ZTE AX226 modem চালান তারা উপরের সফটওয়্যারটির সাথে সাথে  Beceem-Control-Panel সফটওয়্যারটিও ডাউনলোড করে নিন ।
এবার আসুন মূল কাজে । যারা  ZTE AX226 modem মডেম চালান  না তারা ২ নং ধাপ থেকে শুরু করুন ।
১ নং ধাপ ঃ এই কাজটি করতে হবে  Windows থেকে । প্রথমে  Beceem-Control-Panel সফটওয়্যারটি  Install করে Run করুন ( Banglalion Modem Install করা থাকলে Run নাও হতে পারে , সেক্ষেত্রে Banglalion Modem এর সফটওয়্যারটি Uninstall করে সফটওয়্যারটি  Run করুন এবং Run হলে তা আবার  Install করুন )
এরপর Banglalion Modem Connect করে নিচের ছবি গুলো অনুসরণ করুন ।

ছবি ১ ঃ

ছবি ২ ঃ

ছবি ৩ ঃ

এখানে Vendor ID 198F এবং Product ID 0220 সাবধানে দিন, কারন ভুল হলে মডেম আর কাজ নাও করতে পারে ।

ব্যাস Windows এর কাজ শেষ , এবার বাকি কাজ টুকু করার জন্য Linux এ যান এবং ধাপ ২ অনুসরণ করুন ।

২ নং ধাপ ঃ  ডাউনলোড করা  blion-wimax-0.0.2.deb প্রোগ্রামটি Double ক্লিক করে অথবা  Software centre এর মাধ্যমে Install করুন (The package is of bad quality এরর দেখাতে পারে, এগুলো Ignor করুন )
Install হয়ে গেলে  Applications এর মধ্যে অনেক গুলো লাঞ্ছার  ( Setup Connection , Intial Modem , Connection consol ইত্যাদি ) দেখতে পাবেন নিচের ছবির মত ।
ছবি  ৪ঃ

প্রথমে  Setup Connection এ ক্লিক করুন । যা যা চাওয়া হবে যেমন  User name, Password, Mac ID সব দিন , সব দেওয়া হলে Script টি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। কম্পিউটার  Restart দিন এবং মডেম কম্পিউটার এ  Connect করুন ।
মডেম কম্পিউটারে  Connect হয়েছে কিনা চেক করতে  Terminal Open করে লিখুন

sudo ifconfig –a

নতুন Network Interface পাওয়ার Message দেখাবে নিচের ছবির মত

ছবি ৫ ঃ


A ) এবার Net Connect করার জন্য Modem Initial করতে হবে , এজন্য Luncher গুলোর মধ্যে থেকে  Initial Modem এ ক্লিক করুন (Password চাইলে Password দিন) । মডেম Initial হওয়ার Message আসবে এবং আপনাআপনি  Terminal বন্ধ হয়ে যাবে ।
এবার নেট Connect করতে Luncher গুলোর মধ্য থেকে  Connection Console এ ক্লিক করুন । নিচের ছবির মত কয়েকটা বেজ আইডি এবং সাথে সিএনআইআর, নয়েজ ইত্যাদি দেখাবে
ছবি ৬ ঃ

CNIR যেটির বেশি সেটি দিয়ে  Connect করতে লিখুন

Connect 0
লক্ষ্য করুন, ৬ নং ছবিতে  CNIR বেশি 0 এর তাই Connect 0 লিখা হয়েছে ।
*** Computer Restart বা ON/OFF করলে আবার A) থেকে কাজ গুলো করবেন । ***
আশা করি কাজ গুলো ঠিক ভাবে করতে পারলে কোন সমস্যা হবে না , তারপরও কোন সমস্যা হলে   Comment এ জানাবেন ।
ধন্যবাদ ।

4 comments: