Thursday, March 1, 2012

Cookies চুরি করে ইমেইল হ্যাকিং (Updating)

যখন আমরা একটি ইমেইল আইডিতে লগইন করি তখন ব্রাউজার এ কিছু unique string উৎপন্ন হয় । এই unique string এর এক কপি server এ এবং অন্য এক কপি ব্রাউজার এ cookie হিসেবে জমা হয় । যখনই আমরা আমাদের মেইল অ্যাকাউন্ট এ কিছু করি তখন এই ২ কপি string মিলিত হয়ে কাজ করে । আমরা যখন 'Sign Out' করি তখন এই cookie গুলো ধ্বংস হয়ে যায় ।

0 comments:

Post a Comment