যারা
Ubuntu 11.04/11.10 এ
Banglalion Modem
চালাতে
চান তারা প্রয়োজনীয় সফটওয়্যার
গুলো ডাউনলোড করে নিন এখান
থেকে ( blion-wimax-0.0.2.deb ) ।
** যারা
Banglalion এর
ZTE AX226 modem চালান
তারা উপরের সফটওয়্যারটির
সাথে সাথে Beceem-Control-Panel
সফটওয়্যারটিও
ডাউনলোড করে নিন ।
এবার
আসুন মূল কাজে । যারা ZTE
AX226 modem মডেম
চালান না
তারা ২
নং
ধাপ থেকে শুরু করুন ।
১
নং ধাপ ঃ
এই কাজটি করতে হবে Windows
থেকে
। প্রথমে Beceem-Control-Panel
সফটওয়্যারটি Install করে
Run করুন
( Banglalion Modem Install করা
থাকলে Run নাও
হতে পারে , সেক্ষেত্রে
Banglalion Modem এর
সফটওয়্যারটি Uninstall করে
সফটওয়্যারটি Run করুন
এবং Run হলে
তা আবার Install করুন
)।
এরপর
Banglalion Modem Connect করে
নিচের ছবি গুলো অনুসরণ করুন
।
ছবি
১ ঃ
ছবি
২ ঃ
ছবি
৩ ঃ
এখানে Vendor ID 198F
এবং
Product ID 0220
সাবধানে
দিন, কারন
ভুল হলে মডেম আর কাজ নাও করতে
পারে ।
ব্যাস
Windows এর
কাজ শেষ , এবার
বাকি কাজ টুকু করার জন্য Linux
এ
যান এবং ধাপ ২ অনুসরণ করুন ।
২
নং ধাপ ঃ ডাউনলোড করা blion-wimax-0.0.2.deb
প্রোগ্রামটি
Double ক্লিক
করে অথবা Software centre এর
মাধ্যমে Install করুন
(The
package is of bad quality
এরর
দেখাতে পারে,
এগুলো
Ignor
করুন
)।
Install হয়ে
গেলে Applications এর
মধ্যে অনেক গুলো লাঞ্ছার (
Setup Connection , Intial Modem , Connection consol ইত্যাদি
) দেখতে
পাবেন নিচের ছবির মত ।
ছবি ৪ঃ
প্রথমে Setup Connection এ
ক্লিক করুন । যা যা চাওয়া হবে
যেমন User name, Password, Mac ID সব
দিন , সব
দেওয়া হলে Script টি
নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
কম্পিউটার Restart দিন
এবং মডেম কম্পিউটার এ Connect
করুন
।
মডেম
কম্পিউটারে Connect হয়েছে
কিনা চেক করতে Terminal
Open করে
লিখুন
sudo
ifconfig –a
নতুন
Network Interface পাওয়ার
Message দেখাবে
নিচের ছবির মত
A )
এবার
Net Connect করার
জন্য Modem Initial করতে
হবে , এজন্য
Luncher গুলোর
মধ্যে থেকে Initial Modem এ
ক্লিক করুন (Password চাইলে
Password দিন)
।
মডেম Initial হওয়ার
Message আসবে
এবং আপনাআপনি Terminal বন্ধ
হয়ে যাবে ।
এবার
নেট Connect করতে
Luncher গুলোর
মধ্য থেকে Connection Console এ
ক্লিক করুন । নিচের
ছবির মত কয়েকটা বেজ আইডি এবং
সাথে সিএনআইআর, নয়েজ
ইত্যাদি দেখাবে।
ছবি ৬ ঃ
CNIR যেটির
বেশি সেটি দিয়ে Connect
করতে
লিখুন
Connect 0
লক্ষ্য
করুন, ৬ নং ছবিতে CNIR বেশি
0 এর
তাই Connect 0 লিখা
হয়েছে ।
*** Computer Restart বা ON/OFF করলে আবার A) থেকে কাজ গুলো করবেন । ***
*** Computer Restart বা ON/OFF করলে আবার A) থেকে কাজ গুলো করবেন । ***
আশা
করি কাজ গুলো ঠিক ভাবে করতে
পারলে কোন সমস্যা হবে না ,
তারপরও
কোন সমস্যা হলে Comment এ
জানাবেন ।
ধন্যবাদ
।












mint e kaaj korbe ai soft??
ReplyDeletekaj hote pare..try kore dekhte paren..
ReplyDeleteami mint e use korini..@anonymous
Qubee modem Ubuntu te use korar ki kono way nai?
ReplyDeleteyup ase
Delete