Tuesday, January 31, 2012

ProRat hacking (বাংলায়) [Completed]

ProRat কি ?
সংক্ষেপে ProRat হল Trojon এবং রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল (RAT) যা victim এর পিসির এবং ব্যক্তিগত তথ্য চুরি করে আনতে পারে
ProRat এর ব্যবহার পদ্ধতি :

অনেক ভাবে ProRat ব্যবহার করা যায়। এখানে সহজ একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।
প্রথমে ProRat ডাউনলোড করে নেই এখান থেকে
এরপর এখানে ক্লিক করে No-IP এ একটি অ্যাকাউন্ট খুলি।
এবার DNS Update Client ডাউনলোড করি। ডাউনলোড শেষে প্রোগ্রামটি রান করে Host-name আপডেট করে রাখি।

এখন এখান ক্লিক করে ip অ্যাড্রেস জেনে নেই এবং ProRat যেই ফোল্ডার এ রাখা হয়েছে সেখান থেকে ProRat.exe ফাইলটি রান করলে নিচের ছবির মত আসবে
(Screenshot 1)
 
 এখন create ক্লিক করে create prorat server এ ক্লিক করি (screenshot 1), screen 2 এর মত আসবে
(screenshot 2)


 দরকারি ঘর গুলো পূরণ করে Create server এ ক্লিক করি। এবার সার্ভার ফাইলটি ভিকটিমকে সেন্ড করুন। আপনি এটি মুভি ফাইল আকারেও ভিকটিমকে পাঠাতে পারেন,আপনার সুবিধা মত। যখনই ভিকটিম আপনার পাঠানো ফাইলটিতে ক্লিক করবে,তখন আপনার পিসিতে Prorat পিসি connection এর জন্য অনেক অপশন দেখবে। চিত্র ৩ ঃ
( চিত্র ৩ )


এখান থেকে আপনি ভিকটিম এর পিসিতে প্রবেশ করতে পারবেন অর্থাৎ হ্যাক করতে পারবেন।


 কপিরাইট@ইলুমিনেট ডেমন

1 comments:

  1. vai pro rat ar download ar new link den ? ai link ar Site Deactivate hoiya gese

    ReplyDelete